Present Indefinite Tense
আমরা আগেই জেনেছি, সাধারণভাবে বর্তমান কালের কোন কাজ নির্দেশ করলে সেটি Present Indefinite Tense হয়। এবার Present indefinite tense এর সকল প্রকার structure (গঠন), বাংলা চেনার উপায় উদাহরণ সহ শিখে ফেলি।
উল্লেখ্য, সকল verb বা ক্রিয়ার তিনটি রূপ হয়ঃ-
- Present form
- Past form
- Past participle form
বাংলা চেনার উপায়ঃ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে অ, ই, এ, ও, য় ইত্যাদি থাকবে।
Structure
Affirmative(হ্যাঁ বোধক): Subject+v1+object/extension.
Negative (না বোধক): Subject+do not/does not+v1+object/extension.
Interrogative (প্রশ্নবোধক): Do/Does+subject+v1+object/extension?
Negative interrogative (প্রশ্ন না বোধক): Do not/Does not+subject+v1+object/extension?
Example
হ্যাঁ বোধকঃ আমি স্কুলে যাই- I go to school.
তুমি চিঠি লিখ- You write a letter.
সে একটি ছবি আঁকে- He draws a picture.
রাকিব গাড়ি চালায়- Rakib drives a car.
তারা মাঠে ফুটবল খেলে- They play football in the field.
[Note: Subject যদি 3rd person singular number হয় তাহলে মূল verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়।]
না বোধকঃ তারা ঝগড়া করে না- They do not quarrel.
আমি স্কুলে যাই না- I do not go to school.
তুমি চিঠি লিখ না - You do not write a letter.
সে একটি ছবি আঁকে না- He does not draw a picture.
রাকিব গাড়ি চালায় না- Rakib does drive a car.
তারা মাঠে ফুটবল খেলে না- They do not play football in the field.
[Note: Subject যদি 3rd person singular number হয় তাহলে তার পরে 'does not' ব্যবহৃত হয়, বাকি সকল subject এর পরে 'do not' ব্যবহৃত হয়]
প্রশ্ন বোধকঃ আমি কি স্কুলে যাই?- Do I go to school?
তুমি কি চিঠি লিখ?- Do you write a letter?
সে কি একটি ছবি আঁকে?- Does he draws a picture?
রাকিব কি গাড়ি চালায়?- Does Rakib drives a car?
তারা কি মাঠে ফুটবল খেলে?- Do they play football in the field?
প্রশ্ন না বোধকঃ আমি কি স্কুলে যাই না?- Do not I go to school?
তুমি কি চিঠি লিখ না?- Do not you write a letter?
সে কি একটি ছবি আঁকে না?- Does not he draws a picture?
রাকিব কি গাড়ি চালায় না?- Does not Rakib drives a car?
তারা কি মাঠে ফুটবল খেলে না?- Do not they play football in the field?
Present Continuous Tense
Structure
Affirmative(হ্যাঁ বোধক): Subject+am/is/are+মূল verb এর সাথে (ing)+object/extension.
Negative (না বোধক): Subject+am not/is not/are not+মূল verb এর সাথে (ing)+object/extension.
Interrogative (প্রশ্নবোধক): Am/Is/Are+subject+মূল verb এর সাথে (ing)+object/extension?
Negative interrogative (প্রশ্ন না বোধক): Am not/Is not/Are not+subject+মূল verb এর সাথে (ing)+object/extension?
Example
হ্যাঁ বোধকঃ আমি স্কুলে যাইতেছি- I am going to school.
তুমি চিঠি লিখছ- You are writing a letter.
সে একটি ছবি আঁকছে- He is drawing a picture.
রাকিব গাড়ি চালাচ্ছে- Rakib is driving a car.
তারা মাঠে ফুটবল খেলছে- They are playing football in the field.
[Note: Subject- 3rd person singular number হলে তার পরে 'is', 1st person হলে তার পরে 'am' এবং 2nd person ও সকল plural subject হলে তার পরে 'are' ব্যবহৃত হয়।]
না বোধকঃ আমি স্কুলে যাচ্ছি না- I am not going to school.
তুমি চিঠি লিখছ না- You are not writing a letter.সে একটি ছবি আঁকছে না- He is not drawing a picture.
রাকিব গাড়ি চালাচ্ছে না- Rakib is not driving a car.
তারা মাঠে ফুটবল খেলছে না- They are not playing football in the field.
প্রশ্ন বোধকঃ তুমি কি যাচ্ছ?- Are you going to school?
তুমি চিঠি কি লিখছ?- Are you writing a letter?সে কি একটি ছবি আঁকছে?- Is he drawing a picture?
রাকিব কি গাড়ি চালাচ্ছে?- Is Rakib driving a car?
তারা কি মাঠে ফুটবল খেলছে?- Are they playing football in the field?
প্রশ্ন না বোধকঃ তুমি কি স্কুলে যাচ্ছ না?- Are not you going to school.
তুমি চিঠি কি লিখছ না?- Are not you writing a letter?সে কি একটি ছবি আঁকছে না?- Is not he drawing a picture?
রাকিব কি গাড়ি চালাচ্ছে না?- Is not Rakib driving a car?
তারা কি মাঠে ফুটবল খেলছে না?- Are not they playing football in the field?
Present Perfect Tense
Structure
Affirmative(হ্যাঁ বোধক): Subject+have/has+v3+object/extension.
Negative (না বোধক): Subject+have not/has not+v3+object/extension.
Interrogative (প্রশ্নবোধক): Have/Has+subject+v3+object/extension?
Negative interrogative (প্রশ্ন না বোধক): Have not/Has not+subject+v3+object/extension?
Example
হ্যাঁ বোধকঃ আমি স্কুলে গিয়েছি- I have gone to school.
তুমি চিঠি লিখেছ- You have written a letter.
সে একটি ছবি এঁকেছে- He has drawn a picture.
রাকিব গাড়ি চালিয়েছে- Rakib has driven a car.
তারা মাঠে ফুটবল খেলেছে- They have played football in the field.
[Note: Subject- 3rd person singular number হলে তার পরে 'has', বাকি সকল subject এর পরে 'have' ব্যবহৃত হয়।]
না বোধকঃ আমি স্কুলে যাই নি- I have gone to school.
তুমি চিঠি লিখ নি- You have not written a letter.সে একটি ছবি আঁকে নি- He has not drawn a picture.
রাকিব গাড়ি চালায় নি- Rakib has not driven a car.
তারা মাঠে ফুটবল খেলে নি- They have not played football in the field.
প্রশ্ন বোধকঃ আমি কি স্কুলে গিয়েছি?- I have gone to school.
তুমি কি চিঠি লিখেছ?- Have you written a letter?সে কি একটি ছবি এঁকেছে?- Has he drawn a picture?
রাকিব কি গাড়ি চালিয়েছে?-Has Rakib has driven a car?
তারা কি মাঠে ফুটবল খেলেছে?- Have they have played football in the field?
প্রশ্ন না বোধকঃ আমি কি স্কুলে যাই নি?- I have gone to school.
তুমি কি চিঠি লিখ নি?- Have not you written a letter?সে কি একটি ছবি আঁক কি?- Has not he drawn a picture?
রাকিব কি গাড়ি চালিয় নি?-Has not Rakib has driven a car?
তারা কি মাঠে ফুটবল খেলে নি?- Have not they have played football in the field?
Present Perfect Continuous Tense
Structure
Affirmative(হ্যাঁ বোধক): Subject+have been/has been+verb এর সাথে (ing)+since/for+time+object/extension.
Negative (না বোধক): Subject+have not been/has not been+verb এর সাথে (ing)+since/for+time+object/extension.
Interrogative (প্রশ্নবোধক): Have/Has+subject+been+verb এর সাথে (ing)+since/for+time+object/extension?
Negative interrogative (প্রশ্ন না বোধক): Have not/Has not+subject+been+verb এর সাথে (ing)+since/for+time+object/extension?
Example
হ্যাঁ বোধকঃ আমি সকাল থেকে পড়ছি- I have been reading since morning.
তুমি ২০মিনিট ধরে চিঠি লিখছে- You have been writing a letter for 20 minutes.
সে ১সপ্তাহ ধরে একটি ছবি আঁকছে- He has been drawing a picture for a week.
রাকিব জানুয়ারি মাস থেকে গাড়ি চালাচ্ছে- Rakib has been driving a car since January.
তারা বিকাল ৪টা থেকে মাঠে ফুটবল খেলছে- They have been playing football in the field since 4 pm..
[Note: নির্দিষ্ট সময় বুঝালে 'Since' হয়। যেমনঃ Since morning, Since Afternoon, Since January, Since 2018, Since 8pm ইত্যাদি। সময়ের ব্যাপ্তি বুঝালে 'for' ব্যবহৃত হয়। যেমনঃ For 2 hours, For 3 days, For 1 week, For 6 months, For 5 years ইত্যাদি। সহজে মনে রাখার উপায়-
(হতে/থেকে) এর ক্ষেত্রে 'since' ব্যবহৃত হয় এবং (যাবৎ/ ধরে) এর ক্ষেত্রে 'for' ব্যবহৃত হয়]
না বোধকঃ আমি সকাল থেকে পড়ছি না- I have not been reading since morning.
তুমি ২০মিনিট ধরে চিঠি লিখছে না- You have not been writing a letter for 20 minutes.সে ১সপ্তাহ ধরে একটি ছবি আঁকছে না- He has not been drawing a picture for a week.
রাকিব জানুয়ারি মাস থেকে গাড়ি চালাচ্ছে না- Rakib has not been driving a car since January.
তারা বিকাল ৪টা থেকে মাঠে ফুটবল খেলছে না- They have not been playing football in the field since 4 pm..
প্রশ্ন বোধকঃ আমি কি সকাল থেকে পড়ছি?- Have I been reading since morning?
তুমি কি ২০মিনিট ধরে চিঠি লিখছে?- Have you been writing a letter for 20 minutes?সে কি ১সপ্তাহ ধরে একটি ছবি আঁকছে?- Has he been drawing a picture for a week?
রাকিব কি জানুয়ারি মাস থেকে গাড়ি চালাচ্ছে?- Has Rakib been driving a car since January?
তারা কি বিকাল ৪টা থেকে মাঠে ফুটবল খেলছে?- Have they been playing football in the field since 4 pm?
প্রশ্ন না বোধকঃ আমি কি সকাল থেকে পড়ছি না?- Have I been reading since morning?
তুমি কি ২০মিনিট ধরে চিঠি লিখছে না?- Have not you been writing a letter for 20 minutes?সে কি ১সপ্তাহ ধরে একটি ছবি আঁকছে না?- Has not he been drawing a picture for a week?
রাকিব কি জানুয়ারি মাস থেকে গাড়ি চালাচ্ছে না?- Has not Rakib been driving a car since January?
তারা কি বিকাল ৪টা থেকে মাঠে ফুটবল খেলছে না?- Have not they been playing football in the field since 4 pm?
এক নজরে Present Tense এর সকল গঠন
Present Indefinite |
Present Continuous |
Present Prefect |
Present Perfect cont. |
বাংলা বাক্যে ক্রিয়ার শেষে অ, ই, এ, ও, য় ইত্যাদি থাকবে।
|
বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ, ছি, ছে, ছেন ইত্যাদি থাকবে। |
বাংলা বাক্যে ক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছে, য়েছে, য়েছেন, য়াছেন ইত্যাদি থাকবে। |
বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ, ছি, ছে, ছেনইত্যাদি থাকবে এবং সময়ের কথা উল্লেখ থাকবে।
|
Structure 1: Subject+v1+object/extension. Structure 2: Subject+do not/does not+v1+object/extension. Structure 3: Do/Does+subject+v1+object/extension? Structure 4: Do not/Does not+subject+v1+object/extension?
|
Structure 1: Subject+am/is/are+মূল verb এর সাথে (ing)+object/extension.
Structure 2: Subject+am not/is not/are not+মূল verb এর সাথে (ing)+object/extension.
Structure 3: Am/Is/Are+subject+মূল verb এর সাথে (ing)+object/extension?
Structure 4: Am not/Is not/Are not+subject+মূল verb এর সাথে (ing)+object/extension? |
Structure 1: Subject+have/has+v3+object/extension.
Structure 2: Subject+have not/has not+v3+object/extension.
Structure 3: Have/Has+subject+v3+object/extension?
Structure 4: Have not/Has not+subject+v3+object/extension? |
Structure 1: Subject+have been/has been+verb এর সাথে (ing)+since/for+time+object/extension.
Structure 2: Subject+have not been/has not been+verb এর সাথে (ing)+since/for+time+object/extension.
Structure 3: Have/Has+subject+been+verb এর সাথে (ing)+since/for+time+object/extension?
Structure 4: Have not/Has not+subject+been+verb এর সাথে (ing)+since/for+time+object/extension? |