Parts of speech (পদ)
সংজ্ঞাঃ- Sentence (বাক্য) এ ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক word (শব্দ) কে Parts of speech বলে।
Example: Rakib reads a story book.
বাক্যটিতে প্রত্যেকটি শব্দ ই একেকটা Parts of speech.
Kinds of parts of speech
ইংরেজিতে Parts of speech এর ৮টি প্রকার রয়েছেঃ
- Noun (বিশেষ্য)
- Pronoun (সর্বনাম)
- Adjective (বিশেষণ)
- Verb (ক্রিয়া)
- Adverb (ক্রিয়া বিশেষণ)
- Preposition (পদান্বয়ী অব্যয়)
- Conjunction (সংযোজক অব্যয়)
- Interjection (আবেগ ও অনুভূতিসূচক অব্যয়)
Noun (বিশেষ্য)
নাম বাচক সকল শব্দই Noun. অর্থাৎ যে সকল Parts of speech বা word দ্বারা কোনো ব্যাক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি সহ যেকোন জিনিসের নাম বুঝায় তাকে Noun বলে। যেমনঃ Book (বই), Cat (বিড়াল), Pen (কলম), Door (দরজা), Man (মানুষ), Bangladesh (বাংলাদেশ), Rakib (রাকিব), Raahim (রহিম), Student (ছাত্র), Teacher (শিক্ষক), ইত্যাদি।
Pronoun (সর্বনাম)
Noun এর পরিবর্তে যে সকল word ব্যবহৃত হয়ে Noun এর কাজ করে তাদের কে Pronoun বলে। যেমনঃ He (সে), She (সে), It (ইহা), We (আমরা), I (আমি), They (তারা), Someone (কেউ), Something (কোনকিছু), Each (প্রত্যেক), Every (প্রত্যেক)ইত্যাদি।
Adjective (বিশেষণ)
যে সকল word Noun বা Pronoun কে বিশেষায়িত করে সেগুলোই Adjective. অর্থাৎ যে সকল word Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাদের কে Adjective বলে। যেমনঃ Good (ভাল)), Bad (খারাপ), Sick (অসুস্থ), Thief (চোর), Brilliant (মেধাবী), Ill (অসুস্থ), Strong (শক্তিশালি), Weak (দূর্বল), Beautiful (সুন্দর) ইত্যাদি।
Verb (ক্রিয়া)
ক্রিয়া অর্ত কাজ সম্পাদন করা। অর্থাৎ যে সকল word কোন কাজ করা বা হওয়া নির্দেশ করে তাদের কে Verb বলে। যেমনঃ Come (আসা), Go (যাওয়া), Sit (বসা), Stand (দাঁড়ানো), Open (খোলা), Close (বন্ধ করা), Sleep (ঘুমানো), Eat (খাওয়া), See (দেখা), Talk (কথা বলা), Carry (বহন করা), Walk (হাঁটা), Give (দেওয়া), Keep (রাখা), Meet (সাক্ষাৎ করা) ইত্যাদি।
Adverb (ক্রিয়া বিশেষণ)
ক্রিয়া বিশেষণ বলতে বুঝায় Verb (ক্রিয়া) কে বিশেষায়িত করা। অর্থাৎ যে সকল word Verb কে বিশেষায়িত করে তাদের কে Adverb বলে। যেমনঃ He walks slowly, Rakib runs fast. The person is very weak. My father is so talent. I like mango very much.
উপরোক্ত বাক্যগুলোতে slowly, fast, very, so, very much শব্দগুলো Adverb. কেননা শব্দগুলো verb এর কাজ করার গতি, ধরণ ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ verb কে বিশেষায়িত করে।
[Note: Adverb শুধুমাত্র Noun বা Pronoun ছাড়া সব Parts of speech কে বিশেষায়িত করে এমনকি Adverb অন্য Adverb কেও বিশেষায়িত করে। যেমনঃ The man is too weak. He is so good. You are very lazy. ইত্যাদি।
বাক্যগুলোতে too, so, very এই Adverb গুলো good, weak, lazy Adjective গুলোকে বিশেষায়িত করেছে।
Example 2: Rakib walks very fast. Her works very hard. ইত্যাদি।
বাক্যগুলোতে "very" Adverb টি "Hard" এবং "Fast" Adverb দুটিকে বিশেষায়িত করেছে।]
Preposition (পদান্বয়ী অব্যয়)
Pre অর্থ পূর্বে Position অর্থ অবস্থান। সুতরাং Preposition সমুহ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে।
অর্থাৎ যে সকল word Noun বা Pronoun এর পূর্বে বসে Noun ও Pronoun এর সাথে বাক্যের অন্য Word এর সম্পর্ক তৈরি করে তাদের কে Preposition বলে। যেমনঃ In (ভিতরে), On (উপরে), Under (নিচে), Above (উপরে), To (দিকে/প্রতি), For (জন্য), From (হইতে/থেকে), Of (র/এর), Behind (পিছনে), Below (নিচে), With (সাথে), Without (ছাড়া/ব্যতিত) ইত্যাদি।
Conjunction (সংযোজক অব্যয়)
যে সকল word দুই বা তার অধিক word, phrase, clause এবং sentence কে যুক্ত করে তাদের কে Conjunction বলে। যেমনঃ And, But, Or, Yet ইত্যাদি।
Interjection (আবেগ/অনুভূতি সূচক অব্যয়)
যে সকল word মনের আকস্মিক আবেগ, বিস্ময় প্রকাশ করে তাদের কে Interjection বলে। যেমনঃ Hurrah!, Alas! Fie! Oh! Hush! ইত্যাদি।
Don' forget to comment below if you still have any problem.
Tags:
Parts of Speech