Sentence এর সংজ্ঞা ও প্রকার


 

Sentence (বাক্য)

সংজ্ঞাঃ-  দুই বা তার অধিক Word বা শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে তাজে Sentence বা বাক্য বলে। যেমনঃ রাকিব সিনেমা দেখে- Rakib watches cinema.  আমার নাম রাকিব- My name is Rakib.  তুমি কি বিদ্যালয়ে যাও?- Do you go to school?  দরজা টি বন্ধ কর- Close the door.  এখানে এসো- Come here. ইত্যাদি।


Kinds of sentence

বাক্যের অর্থের উপর ভিত্তি করে Sentence কে ৫ ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অর্থ অনুসারে Sentence ৫ প্রকারঃ

  • Assertive Sentence (বর্ণনামূলক/বিবৃতিমূলক বাক্য)
  • Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
  • Imperative Sentence (আদেশ সূচক বাক্য)
  • Optative Sentence (ইচ্ছা/প্রার্থনামূলক বাক্য)
  • Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)


Assertive sentence 

যে সকল দ্বারা সাধারণভাবে কোনকিছু বর্ণনা করা বুঝায় তাদের কে Assertive sentence বলে। যেমনঃ শিশুটি খেলছে- The baby is playing.  রাকিব মাছ ধরে- Rakib catches fish.  তার একটি ছগল আছে- He has a goat.  তোমার একটি গাড়ি ছিল- You had a car. সে একজন ডাক্তার- He is a doctor. বাবা বাড়িতে আছেন- Father is at home. ইত্যাদি।

Interrogative sentence

যে সকল Sentence দ্বারা কোনকিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বুঝায় তাদের কে Interrogative sentence বলে। যেমনঃ তোমার নাম কী?- What is your name?  তুমি কোন শ্রেণীতে পড়ো?-  What class do you read in?  তোমার বাবা কি বাড়িতে আছেন?- Is your father at home?  তুমি কি ছবি আঁকা পছন্দ কর?- Do you like drawing picture? ইত্যাদি।

[?= Sign of interrogation]

Imperative sentence 

যে সকল Sentence দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি করা বুঝায় তাদের কে Imperative sentence বলে। যেমনঃ দরজা টি বন্ধ কর- Close the door.  জানালা টি খোল- Open the window.  রৌদ্রে দৌড়িও না- Don't run in the sun.  সদা সত্য কথা বলবে- Always speak the truth.  কখনো মিথ্যা কথা বলবে না- Never tell a lie. দয়া করে আমাকে ১গ্লাস পানি দিন- Please give me a glass of water.  চলো বাইরে যাই- Let's go out.  আমাকে বাড়ি যেতে দাও- Let me go home. ইত্যাদি।

Optative sentence

যে সকল sentence মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি বুঝায় তাদের কে Optative sentence বলে। যেমনঃ বাংলাদেশ দীর্ঘজিবী হোক- Live long Bangladesh.  আল্লাহ তোমার সহায় হোক- May Allah help you.  আমি যদি আবার শিশু হতে পারতাম- If  I were a child again. যদি আমি রাজা হতাম- I wish I were a king.

Exclamatory sentence 

য্ব সকল sentence মনের আকস্মিক আবেগ, বিস্ময় প্রকাশ করে তাদের কে Exclamatory sentence বলে। যেমনঃ কী সুন্দর দৃশ্য!- What a beautiful scenery!  কী সুন্দর পাখিটি! - How nice the bird is!  - হুরররররে! ক্রিকেট ম্যাচটি আমারা জিতেছি।- Hurrah! we have won the cricket match.  হায় কপাল! তুমি অকৃতকার্য হয়েছ।-  Alas! you are undone.  ছিহ! তুমি একটা চোর- Fie! you are thief. ইত্যাদি।

[!= Sign of exclamation]


Don't forget to comment below if you still have any question.


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন