Article এর সংজ্ঞা ও প্রকার (ইংলিশ গ্রামার)

 


Article (নির্দেশক)

যে সকল word কোন Noun কে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বুঝায় তাকে Article বলে। যেমনঃ A pen, A book, An orange, The sun, The moon ইত্যাদি।

সংক্ষেপেঃ ইংরেজিতে A, An এবং The কে Article বলে।

প্রকারভেদ

Article কে দুই ভাগে ভাগ করা হয়-

  • Definite Article (নির্দিষ্ট নির্দেশক)- The.
  • Indefinite Article (অনির্দিষ্ট নির্দেশক)- A, An.
Definite Article
যে word দ্বারা Noun কে নির্দিষ্টভাবে বুঝানো হয় তাকে Definite Article বলে। যেমনঃ The man, The pen, The mountain (পাহাড়) ইত্যাদি।

Indefinite Article
যে word দ্বারা Noun কে অনির্দিষ্ট করে বুঝানো হয় তাকে  Definite Article বলে। যেমনঃ A man, A pen, A cat, A book ইত্যাদি।

Basic rules of A, An & The

ওনির্দিষ্ট করে বুঝানোর জন্য Vowel (A, E, I, O, U) দিয়ে শব্দ শুরু  হলে তার পূর্বে An বসে এবং Consonant (বাকিগুলো) দিয়ে শব্দ শুরু হলে তার পূর্বে A বসে। যেমনঃ A book, An apple.

নির্দিষ্ট করে কিছু বুঝানোর জন্য তার পূর্বে The ব্যবহৃত হয়। যেমনঃ The book, The pen, The pen.

উল্লেখিত উদাহরণে A book এবং An apple দ্বারা পৃথিবীর যেকোন  আপেল অথবা যেকোন বই কে বুঝায়।
অপরদিকে The book এবং The pen দ্বারা শুধুমাত্র একটি বই অথবা একটি কলম কেই বুঝায়, অন্য বই বা কলম কে বুঝায় না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন