Past Tense
আমরা জেনেছি Past Tense কে ৪ ভাগে ভাগ করা হয়। এখন আমরা রি চারভাগের সকল গঠন, বাংলা চেনার নিয়ম সহ অনেক উদাহরণ শিখবঃ-
Past Indefinite Tense
বাংলা চেনার নিয়মঃ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে- য়াছিলাম, য়াছিলে, য়াছিল, য়াছিলেন, ল, লে, লাম, লেন ইত্যাদি থাকবে।
Structure
Affirmative (হ্যাঁ-বোধক)- Subject+মূল verb এর Past form (v2)+object/extension.
Negative (না-বোধক)- Subject+did not+মূল verb এর present form(v1)+object/extension.
Interrogative (প্রশ্নবোধক)- Did+subject+মূল verb এর present form(v1)+object/extension+?
Negative interrogative (না-প্রশ্নবোধক)- Did not+subject+মূল verb এর present form (v1)+object/extension+?
Example
Affirmative: বাবা বাজারে গিয়েছিল- Father went to the market.
তুমি সকালে দুরদর্শন দেখেছিলে- You watched television in the morning.
সে একটি ছবি আঁকল- He drew a picture.
তিনি একটি চিঠি লিখলেন- He wrote a letter.
মা গরুর মাংস রান্না করল- Mother cooked beef.
দাদা কুরআন শরিফ তিলাওয়াত করল- Grandfather recited The holy Quran.
ছেলেটি পুকুরে একটি পাথর নিক্ষেপ করল- The boy threw a stone in the pond.
Negative: বাবা বাজারে গিয়েছিল না/গেল না- Father did not go to the market.
তুমি সকালে দুরদর্শন দেখেছিলে না/দেখলে না- You did not watch television in the morning.
সে একটি ছবি আঁকল না/ এঁকেছিল না- He did not draw a picture.
তিনি একটি চিঠি লিখলেন না/লিখেছিলেন না- He did not write a letter.
মা গরুর মাংস রান্না করল না/করেছিল না- Mother did not cook beef.
দাদা কুরআন শরিফ তিলাওয়াত করল না/করেছিল না- Grandfather did not recite The holy Quran.
ছেলেটি পুকুরে একটি পাথর নিক্ষেপ করল না/করেছিল না- The boy did not throw a stone in the pond.
Interrogative: বাবা কি বাজারে গিয়েছিল?- Did father go to the market?
তুমি কি সকালে দুরদর্শন দেখেছিলে?- Did you watch television in the morning?
সে কি একটি ছবি আঁকল?- Did he draw a picture?
তিনি কি একটি চিঠি লিখলেন?- Did he write a letter?
মা কি গরুর মাংস রান্না করল?- Did mother cook beef?
দাদা কি কুরআন শরিফ তিলাওয়াত করল?- Did grandfather recite The holy Quran?
ছেলেটি কি পুকুরে একটি পাথর নিক্ষেপ করল?- Did the boy throw a stone in the pond?
Negative Interrogative: বাবা কি বাজারে গিয়েছিল না/গেল না?- Did not father go to the market?
তুমি কি সকালে দুরদর্শন দেখেছিলে না/দেখলে না?- Did not you watch television in the morning?
সে কি একটি ছবি আঁকল না/এঁকেছিল না?- Did not he draw a picture?
তিনি কি একটি চিঠি লিখলেন না?- Did not he write a letter?
মা কি গরুর মাংস রান্না করল না?- Did not mother cook beef?
দাদা কি কুরআন শরিফ তিলাওয়াত করল আন?- Did not grandfather recite The holy Quran?
ছেলেটি কি পুকুরে একটি পাথর নিক্ষেপ করল না?- Did not the boy throw a stone in the pond?
[Note: Past Indefinite এর Auxiliary verb একটাই সেটা হলো "Did". তাই সব subject এর সাথে শুধু Did ই বসে।
Past Continuous Tense
বাংলা চেনার উপায়- বাংলা বাক্যে ক্রিয়ার শেষে- তেছিলাম, তেছিলে, তেছিল, তেছিলেন, চ্ছিলাম, চ্ছিলে,চ্ছিলেন ইত্যাদি থাকে।
Structure
Affirmative (হ্যাঁ-বোধক)- Subject+was/were+মূল verb এর সাথে ing+object/extension.
Negative (না-বোধক)- Subject+was not/were not+মূল verb এর সাথে ing+object/extension.
Interrogative (প্রশ্নবোধক)- Was/Were+subject+মূল verb এর সাথে ing+object/extension+?
Negative interrogative (না-প্রশ্নবোধক)- Was not/Were not+subject+মূল verb এর সাথে ing+object/extension+?
Example
Affirmative: রাকিব পড়াশোনা করছিল/করিতেছিল- Rakib was studying.
তুমি রাতের খাবার খাচ্ছিলে- You were taking dinner.
সে মাছ ধরছিল- He was catching fish.
তোমরা দাবা খেলছিলে/খেলিতেছিলে- You were playing chess.
ভাইয়া নামাজ পড়ছিল/পড়িতেছিল- Brother was saying prayer.
Negative: রাকিব পড়াশোনা করছিল না/করিতেছিল না- Rakib was not studying.
তুমি রাতের খাবার খাচ্ছিলে না- You were not taking dinner.
সে মাছ ধরছিল না- He was not catching fish.
তোমরা দাবা খেলছিলে না/খেলিতেছিলে না- You were not playing chess.
ভাইয়া নামাজ পড়ছিল না/পড়িতেছিল না- Brother was not saying prayer.
Interrogative: রাকিব কি পড়াশোনা করছিল/করিতেছিল?- Was Rakib studying?
তুমি কি রাতের খাবার খাচ্ছিলে?- Were you taking dinner?
সে কি মাছ ধরছিল?- Was he catching fish?
তোমরা কি দাবা খেলছিলে/খেলিতেছিলে?- Were you playing chess?
ভাইয়া কি নামাজ পড়ছিল/পড়িতেছিল?- Was brother saying prayer?
Negative interrogative: রাকিব কি পড়াশোনা করছিল না/করিতেছিল না?- Was Rakib studying?
তুমি কি রাতের খাবার খাচ্ছিলে না?- Were you taking dinner?
সে কি মাছ ধরছিল না?- Was he catching fish?
তোমরা কি দাবা খেলছিলে না/খেলিতেছিলে না?- Were you playing chess?
ভাইয়া কি নামাজ পড়ছিল না/পড়িতেছিল না?- Was brother saying prayer?
[Note: শুধুমাত্র 'I' এবং Third person singular number (He, she, it, এবং একবচন সকল নাম) এর ক্ষেত্রে Was আর বাআঁকি সবার ক্ষেত্রে Were বসে।]
Past Perfect Tense
বাংলা চেনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে- য়াছিলাম ্য়াছিলে, য়াছিলেন, য়াছিল ইত্যাদি থাকবে।
Structure
Past perfect tense এর structure দুই ধরণের হয়। Simple structure আর complex structure.
Simple structure
Affirmative (হ্যা-বোধক)- Subject+had+verb এর past participle form (v3)+object/extension.
Negative (নয়া-বোধক)- Subject+had not+verb এর past participle form (v3)+object/extension.
Interrogative (প্রশবোধক)- Had+subject+verb এর past participle form (v3)+object/extension+?
Negative interrogative (না-প্রশ্নবোধক)- Had not+subject+verb এর past participle form (v3)+object/extension+?
Example
Affirmative: বাবা বাজারে গিয়েছিল- Father had gone to the market.
তুমি সকালে দুরদর্শন দেখেছিলে- You had watched television in the morning.
সে একটি ছবি এঁকেছিল- He had drawn a picture.
তিনি একটি চিঠি লিখেছিলেন- He had written a letter.
মা গরুর মাংস রান্না করেছিল- Mother had cooked beef.
দাদা কুরআন শরিফ তিলাওয়াত করেছিল- Grandfather had recited The holy Quran.
ছেলেটি পুকুরে একটি পাথর নিক্ষেপ করেছিল- The boy had thrown a stone in the pond.
Negative: বাবা বাজারে গিয়েছিল না- Father had not gone to the market.
তুমি সকালে দুরদর্শন দেখেছিলে না- You had not watched television in the morning.
সে একটি ছবি এঁকেছিল না- He had not drawn a picture.
তিনি একটি চিঠি লিখেছিলেন না- He had not written a letter.
মা গরুর মাংস রান্না করেছিল না- Mother had not cooked beef.
দাদা কুরআন শরিফ তিলাওয়াত করেছিল না- Grandfather had not recited The holy Quran.
ছেলেটি পুকুরে একটি পাথর নিক্ষেপ করল না/করেছিল না- The boy had not thrown a stone in the pond.
Interrogative: বাবা কি বাজারে গিয়েছিল?- Had father gone to the market?
তুমি কি সকালে দুরদর্শন দেখেছিলে?- Had you watched television in the morning?
সে কি একটি ছবি আঁকল?- Had he drawn a picture?
তিনি কি একটি চিঠি লিখলেন?- Had he written a letter?
মা কি গরুর মাংস রান্না করল?- Had mother cooked beef?
দাদা কি কুরআন শরিফ তিলাওয়াত করল?- Had grandfather recited The holy Quran?
ছেলেটি কি পুকুরে একটি পাথর নিক্ষেপ করল?- Had the boy thrown a stone in the pond?
Negative interrogative: বাবা কি বাজারে গিয়েছিল না?- Had not father gone to the market?
তুমি কি সকালে দুরদর্শন দেখেছিলে না?- Had not you watched television in the morning?
সে কি একটি ছবি এঁকেছিল নয়া?- Had not he drawn a picture?
তিনি কি একটি চিঠি লিখেছিলেন না?- Had not he written a letter?
মা কি গরুর মাংস রান্না করেছিল নয়া?- Had not mother cooked beef?
দাদা কি কুরআন শরিফ তিলাওয়াত করেছিল না?- Had not grandfather recited The holy Quran?
ছেলেটি কি পুকুরে একটি পাথর নিক্ষেপ করেছিল না?- Had the boy thrown a stone in the pond?
[Note: Past indefinite এবং Past perfect এর simple structure এর বাংলা চেনার নিয়ম (য়াছিলাম ্য়াছিলে, য়াছিলেন, য়াছিল) এই কয়টি চিহ্ন একইরকম। সুতরাং কোনো বাংলা বাক্যের শেষে এই চিহ্নগুলো (য়াছিলাম ্য়াছিলে, য়াছিলেন, য়াছিল) থাকলে সেটি Past Indefinite হিসেবেও ধরা যায় আবার Perfect হিসেবেও ধরা যায়। কিন্তু এই চিহ্ন গুলো (ল, লে, লাম, লেন) থাকলে সেটি শুধুমাত্র Past Indefinite হিসেবে ধরতে হয়।]
Complex Structure
Affirmative-1 (হ্যাঁ-বোধক-১)- Subject+had+মূল verb এর past participle form (v3)+object+before+subject 2+মূল verb এর past form (v2)+object/extension
Affirmative-2 (হ্যাঁ-বোধক-২)- Subject+মূল verb এর past form (v2)+object+after+subject 2+had+মূল verb এর past participle form (v3)+object/extension.
Negative-1 (না-বোধক-১)- Subject+had not মূল verb এর past participle form (v3)+object+before+subject 2+মূল verb এর past form (v2)+object/extension
Negative-2 (না-বোধক-২)- Subject+did not মূল verb এর present form (v2)+object+after+subject 2+had+মূল verb এর past participle form (v3)+object/extension.
Interrogative-1 (প্রশ্নবোধক-১)- Had+subject+মূল verb এর past participle form (v3)+object+before+subject 2+মূল verb এর past form (v2)+object/extension+?
Interrogative-2 (প্রশ্নবোধক-২)- Did+subject+মূল verb এর present form (v1)+object+after+subject 2+had+মূল verb এর past participle form (v3)+object/extension+?
Negative interrogative-1 (না-প্রশ্নবোধক-১)- Had not+subject+মূল verb এর past participle form (v3)+object+before+subject 2+মূল verb এর past form (v2)+object/extension+?
Interrogative-2 (প্রশ্নবোধক-২)- Did not+subject+মূল verb এর present form (v1)+object+after+subject 2+had+মূল verb এর past participle form (v3)+object/extension+?
[Note: complex structure এর ক্ষেত্রেও বাংলা বাক্যের ক্রিয়ার শেষে- য়াছিলাম, য়াছিলে, য়াছিল, য়াছিলেন, ল, লে, লাম, লেন ইত্যাদি থাকবে। তবে এক্ষেত্রে দুইটি বাক্যের মাঝে "আগে/পূর্বে" অথবা "পরে" কথা টি উল্লেখ থাকবে। অর্থাৎ "আগে/পূর্বে" অথবা "পরে" শব্দ দুইটির যেকোনো একটি দ্বারা দুইটি বাক্য যুক্ত থাকবে। বাক্য দুইটির একটি হবে Past indefinite অপরটি হবে Past perfect.....এই ধরণের বাক্যগুলো Past Perfect Tense হয়। ইংরেজি বাক্যের ক্ষেত্রে যদি Past perfect আগে হয় তাহলে মাঝখানে "before" বসে আর যদি Past indefinite আগে থাকে তাহলে মাঝখানে "After" বসে।
উল্লেখ্য, Past perfect এর ক্ষেত্রে complex structure ই মূলত বেশি ব্যবহৃত হয়। অন্যদিকে simple structure এর পরিবর্তে অধিকাংশ সময়ই Past Indefinite এর structure ব্যবহার করা হয়.]
চলুন উদাহরণের মাধ্যমে জটিলতা দূর করা যাক-
Example
Affirmative 1: তুমি বাড়িতে রাতের খাবার খাওয়ার আগেই বিদ্যুৎ চলে গেল- Electricity had gone before you ate dinner.
ডাক্তার আসার পূর্বে রোগি টি মারা গেল- The patient had died before the doctor came.
বাবা বাজারে যাওয়ার আগেই মা খাবার রান্না করলো- Mother had cooked foods before father went to the market.
তোমরা আসার আগেই আমি এখানে পৌঁছেছি- I had reached here before you came.
রাকিব টিভি দেখার আগে সকালের নাশতা করল- Rakib had taken breakfast before he watched television.
তারা কাজ টি শেষ করার আগেই আমরা সেখানে পৌঁছালাম- We had reached there before they finished the work.
আমি মাঠে আসার আগেই তারা ফুটবল খেলা শুরু করল- They had started playing football before I came to the field.
Affirmative 2: তুমি বাড়িতে রাতের খাবার খাওয়ার পর বিদ্যুৎ চলে গেল- The electricity went after you had eaten dinner.
ডাক্তার আসার পর রোগি টি মারা গেল- The patient died after the doctor had come.
বাবা বাজারে যাওয়ার পরেই মা খাবার রান্না করলো- Mother cooked foods after father had gone to the market.
তোমরা আসার পরে আমি এখানে পৌঁছালাম- I reached here after you had come.
রাকিব টিভি দেখার পর সকালের নাশতা করল- Rakib took breakfast after he had watched television.
তারা কাজ টি শেষ করার পর আমরা সেখানে পৌঁছালাম- We reached there after they had finished the work.
আমি মাঠে আসার পরেই তারা ফুটবল খে্লা শুরু করল- They started playing football after I had come to the field.
Negative 1: তুমি বাড়িতে রাতের খাবার খাওয়ার আগে বিদ্যুৎ চলে যায় নি- Electricity had not gone before you ate dinner.
ডাক্তার আসার পূর্বে রোগি টি মারা যায় নি- The patient had not died before the doctor came.
বাবা বাজারে যাওয়ার আগে মা খাবার রান্না করে নি- Mother had not cooked foods before father went to the market.
তোমরা আসার আগে আমি এখানে পৌঁছাই নি- I had not reached here before you came.
রাকিব টিভি দেখার আগে সকালের নাশতা করে নি- Rakib had not taken breakfast before he watched television.
তারা কাজ টি শেষ করার আগে আমরা সেখানে পৌঁছাই নি- We had not reached there before they finished the work.
আমি মাঠে আসার আগে তারা ফুটবল খেলা শুরু করে নি- They had not started playing football before I came to the field.
Negative 2: তুমি বাড়িতে রাতের খাবার খাওয়ার পর বিদ্যুৎ চলে যায় নি- The electricity did not go after you had eaten dinner.
ডাক্তার আসার পর রোগি টি মারা যায় নি- The patient did not die after the doctor had come.
বাবা বাজারে যাওয়ার পরেই মা খাবার রান্না করে নি- Mother did not cook foods after father had gone to the market.
তোমরা আসার পরে আমি এখানে পৌঁছাই নি- I did not reach here after you had come.
রাকিব টিভি দেখার পর সকালের নাশতা করে নি- Rakib did not take breakfast after he had watched television.
তারা কাজ টি শেষ করার পর আমরা সেখানে পৌঁছাই নি- We did not reach there after they had finished the work.
আমি মাঠে আসার পর তারা ফুটবল খেল শুরু করে নি- They did not start playing football after I had come to the field.
Interrogative 1: তুমি বাড়িতে রাতের খাবার খাওয়ার আগেই কি বিদ্যুৎ চলে গেল?- Had the electricity gone before you ate dinner?
ডাক্তার আসার পূর্বে কি রোগি টি মারা গেল?- Had the patient died before the doctor came.
বাবা বাজারে যাওয়ার আগেই মা খাবার রান্না করলো?- Had mother cooked foods before father went to the market?
তোমরা আসার আগেই কি আমি এখানে পৌঁছেছি?- Had I reached here before you came.
রাকিব টিভি দেখার আগে কি সকালের নাশতা করল?- Had Rakib taken breakfast before he watched television?
তারা কাজ টি শেষ করার আগেই কি আমরা সেখানে পৌঁছালাম?- Had we reached there before they finished the work?
আমি মাঠে আসার আগেই কি তারা ফুটবল খেলা শুরু করল?- Had they started playing football before I came to the field?
Interrogative 2: তুমি বাড়িতে রাতের খাবার খাওয়ার পর কি বিদ্যুৎ চলে গেল?- Did the electricity go after you had eaten dinner?
ডাক্তার আসার পর কি রোগি টি মারা গেল?- Did the patient died after the doctor had come?
বাবা বাজারে যাওয়ার পরেই কি মা খাবার রান্না করলো?- Did mother cooked foods after father had gone to the market?
তোমরা আসার পরে কি আমি এখানে পৌঁছালাম?- Did I reach here after you had come.
রাকিব টিভি দেখার পর কি সকালের নাশতা করল?- Did Rakib take breakfast after he had watched television?
তারা কাজ টি শেষ করার পর কি আমরা সেখানে পৌঁছালাম?- Did we reach there after they had finished the work?
আমি মাঠে আসার পরেই কি তারা ফুটবল খে্লা শুরু করল?- Did they started playing football after I had come to the field?
Negative interrogative 1: তুমি বাড়িতে রাতের খাবার খাওয়ার আগেই কি বিদ্যুৎ চলে য্য নি?- Had not the electricity gone before you ate dinner?
ডাক্তার আসার পূর্বে কি রোগি টি মারা যায় নি?- Had not the patient died before the doctor came.
বাবা বাজারে যাওয়ার আগে মা খাবার রান্না করে নি?- Had not mother cooked foods before father went to the market?
তোমরা আসার আগেই কি আমি এখানে পৌঁছাই নি?- Had not I reached here before you came.
রাকিব টিভি দেখার আগে কি সকালের নাশতা করে নি?- Had not Rakib taken breakfast before he watched television?
তারা কাজ টি শেষ করার আগেই কি আমরা সেখানে পৌঁছাই নি?- Had not we reached there before they finished the work?
আমি মাঠে আসার আগে কি তারা ফুটবল খেলা শুরু করে নি?- Had not they started playing football before I came to the field?
Negative interrogative 2: তুমি বাড়িতে রাতের খাবার খাওয়ার পর কি বিদ্যুৎ চলে যায় নি?- Did not the electricity go after you had eaten dinner?
ডাক্তার আসার পর কি রোগি টি মারা যায় নি?- Did not the patient died after the doctor had come?
বাবা বাজারে যাওয়ার পরেই কি মা খাবার রান্না যায় নি?- Did not mother cooked foods after father had gone to the market?
তোমরা আসার পরে কি আমি এখানে পৌঁছাই নি?- Did not I reach here after you had come.
রাকিব টিভি দেখার পর কি সকালের নাশতা করে নি?- Did not Rakib take breakfast after he had watched television?
তারা কাজ টি শেষ করার পর কি আমরা সেখানে পৌঁছাই নি?- Did not we reach there after they had finished the work?
আমি মাঠে আসার পরেই কি তারা ফুটবল খে্লা শুরু করে নি?- Did not they started playing football after I had come to the field?
[Note: বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে সর্বদা "পূর্বে অথবা পরে" এর পরের অংশের অনুবাদ প্রথম করতে হয় সেটা Past indefinite ও হতে পারে অথবা Past perfect ও হতে পারে।]
Past Perfect Continuous tense
বাংলা চেনার উপায়- বাংলা বাক্যে ক্রিয়ার শেষে- তেছিলাম, তেছিলে, তেছিল, তেছিলেন, চ্ছিলাম, চ্ছিলে,চ্ছিলেন ইত্যাদি থাকে রবং একটি সময়ের কথা উল্লেখ থাকে।
Structure
Affirmative (হ্যাঁ-বোধক)- Subject+had+been+মুল verb এর সাথে ing+since/for+time.
Negative (না-বোধক)- Subject+had not+been+মুল verb এর সাথে ing+since/for+time.
Interrogative (প্রশ্নবোধক)- Had+subject+been+মুল verb এর সাথে ing+since/for+time+?
Negative interrogative (না-প্রশ্নবোধক)- Had not+subject+been+মুল verb এর সাথে ing+since/for+time+?
Example
Affirmative: দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছিল- It had been raining for two hours.
বাবা বিকেল থেকে টিভি দেখছিল- Father had been watching television since evening.
তুমি ৫ মিনিট ধরে দৌড়াচ্ছিলে- You had been running for 5 minutes.
সে জানুয়ারি মাস থেকে ইংরেজি চর্চা করছিল- He had been practicing English since January.
তারা ২০২৮ সাল থেকে এই কোম্পানি তে কাজ করছিল- They had been working in this company since 2018.
দাদা ১সপ্তাহ ধরে সংবাদপত্র পড়ছিলেন- Grandfather had been reading newspaper for a week.
আমি এক মাস ধরে চেষ্টা করছিলাম- I had been trying for one month.
তারা ১ বছর ধরে আরবি চর্চা করছিল- They had been practicing Arabic for 1 year.
রাকিব গতকাল থেকে উপন্যাস টি পড়ছিল- Rakib had been reading the novel since yesterday.
Negative: দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছিল না- It had not been raining for two hours.
বাবা বিকেল থেকে টিভি দেখছিল না- Father had not been watching television since evening.
তুমি ৫ মিনিট ধরে দৌড়াচ্ছিলে না- You had not been running for 5 minutes.
সে জানুয়ারি মাস থেকে ইংরেজি চর্চা করছিল না- He had not been practicing English since January.
তারা ২০২৮ সাল থেকে এই কোম্পানি তে কাজ করছিল না- They had not been working in this company since 2018.
দাদা ১সপ্তাহ ধরে সংবাদপত্র পড়ছিলেন না- Grandfather had not been reading newspaper for a week.
আমি এক মাস ধরে চেষ্টা করছিলাম না- I had not been trying for one month.
তারা ১ বছর ধরে আরবি চর্চা করছিল না- They had not been practicing Arabic for 1 year.
রাকিব গতকাল থেকে উপন্যাস টি পড়ছিল না- Rakib had not been reading the novel since yesterday.
Interrogative: দুই ঘণ্টা ধরে কি বৃষ্টি হচ্ছিল?- Had it been raining for two hours?
বাবা কি বিকেল থেকে টিভি দেখছিল?- Had father been watching television since evening?
তুমি কি ৫ মিনিট ধরে দৌড়াচ্ছিলে?- Had you been running for 5 minutes?
সে কি জানুয়ারি মাস থেকে ইংরেজি চর্চা করছিল?- Had he been practicing English since January?
তারা কি ২০২৮ সাল থেকে এই কোম্পানি তে কাজ করছিল?- Had they been working in this company since 2018?
দাদা কি ১সপ্তাহ ধরে সংবাদপত্র পড়ছিলেন?- Had grandfather been reading newspaper for a week?
আমি কি এক মাস ধরে চেষ্টা করছিলাম?- Had I been trying for one month?
তারা কি ১ বছর ধরে আরবি চর্চা করছিল?- Had they been practicing Arabic for 1 year?
রাকিব কি গতকাল থেকে উপন্যাস টি পড়ছিল?- Had Rakib been reading the novel since yesterday?
Negative interrogative: দুই ঘণ্টা ধরে কি বৃষ্টি হচ্ছিল না?- Had not it been raining for two hours?
বাবা কি বিকেল থেকে টিভি দেখছিল না?- Had not father been watching television since evening?
তুমি কি ৫ মিনিট ধরে দৌড়াচ্ছিলে না?- Had not you been running for 5 minutes?
সে কি জানুয়ারি মাস থেকে ইংরেজি চর্চা করছিল না?- Had not he been practicing English since January?
তারা কি ২০২৮ সাল থেকে এই কোম্পানি তে কাজ করছিল না?- Had not they been working in this company since 2018?
দাদা কি ১সপ্তাহ ধরে সংবাদপত্র পড়ছিলেন না?- Had not grandfather been reading newspaper for a week?
আমি কি এক মাস ধরে চেষ্টা করছিলাম না?- Had not I been trying for one month?
তারা কি ১ বছর ধরে আরবি চর্চা করছিল না?- Had not they been practicing Arabic for 1 year?
রাকিব কি গতকাল থেকে উপন্যাস টি পড়ছিল না?- Had not Rakib been reading the novel since yesterday?
Tags:
Tense