Basic WH question (ইংরেজি গ্রামার)


WH-Question


সংজ্ঞা

যে সকল interrogative sentence এর শুরুতে WH-word থাকে মূলত সেগুলোকেই 
WH-question বলে।

WH-question এর উত্তর Yes অথবা No দ্বারা দেওয়া যায় না। মূলত শুধুমাত্র Assertive sentence কেই WH-question এ রূপান্তর করা হয়।

WH-word এর সংখ্যা ৯টি। যেমনঃ What, who, which, where, when, how, why, whose এবং which.

word গুলোকে তিনটি অংশে ভাগ করা হয়।

  • What, Who, Which এই তিনটি হলো Interrogative pronoun.
  • Where, When, How, Why এই চারটি হলো Interrogative Adverb.
  • Whose, Whom এই দুইটি হলো Interrogative Adjective.
WH-question করার সময় বাক্যের subject অংশ অথবা object অংশ থেকে একটি Phrase (শব্দগুচ্ছ) অথবা একটি clause (বাক্যাংশ) কে বাদ দিয়ে তার পরিবর্তে WH-word বসাতে হয় অর্থাৎ দাগ দেয়া অংশটুকু বাদ দিয়ে তার পরিবর্তে WH-word বসে। Wh-word সর্বদা বাক্যের প্রথমে বসে। এবং বাক্যের শেষে সর্বদা প্রশ্নবোধক চিহ্ন (?) বসে।
যেমনঃ 
Q- I went to Dhaka last weak.
A- When did you go to Dhaka?

লক্ষ্য করুন, উক্ত উদাহরণে "last weak" হলো বাক্যের subject/extension এর স্থানে থাকায় সেটা উঠে গিয়ে Wh-word
"When" ব্যবহৃত হয়েছে।

নিচের উদাহরণের দিকে লক্ষ্য করুন,
Q- Rakib and Rajib are playing chess (দাবা).
A- Who are playing chess?

উদাহরণটি তে "Rakib and Rajib" Subject এর স্থানে থাকায় তা উঠে গিয়ে Wh-word "Who" ব্যবহৃত হয়েছে।

[Note: যদি Assertive sentence এ কোনো verb এর নিচে দাগ থাকে অর্থাৎ কোনো verb কে প্রশ্ন করা হয় তাহলে WH-question এ রূপান্তর করার সময় verb  টি উঠে গিয়ে মূল verb হিসেবে "Do verb"  ব্যবহৃত হয়। যেমনঃ
Q- I am running.
A- What are you doing?
Q- He reads.
A- What does he do?
Q- I have written.
A- What have you done?

লক্ষ্যণীয়, উপরোক্ত উদাহরণ গুলোতে মূল verb গুলো উঠে গিয়ে "Do verb "  ব্যবহৃত হয়েছে।
[Note: Assertive sentence এ subject হিসেবে "I" থাকলে  Wh-question এ রুপান্তর করার সময় "I" এর পরিবর্তে "You" ব্যবহৃত হইয় এবং সেই অনুযায়ী auxiliary verb বসে। "My" থাকলে তার পরিবর্তে "Your" ব্যবহৃত হয় । 
যেমনঃ 
Q- I am a boy.
A- Who are you?
Q- My father is a businessman.
A- What is your father? ]

Subject এর গঠনঃ যদি Wh-word টি Assertive sentence এর  subject অংশের পরিবর্তে ব্যবহৃত হয় অর্থাৎ subject অংশের নিচে দাগ থাকে সেক্ষেত্রে তাহলে শুধুমাত্র subject অংশকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে Wh-word বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে অর্থাৎ বাকি অংশ হুবহু লিখতে হয়। shortcut: subject এর পরিবর্তে Wh-word+বাকি অংশ।
যেমনঃ
Q- Rakib is a football player.
A- Who is a football player?
Q- Dhaka is the capital of Bangladesh.
A- What is the capital of Bangladesh?

লক্ষ্য করুন, উদাহরণ দুটিতে Subject এর নিচে দাগ আছে তাই শুধুমাত্র subject টি উঠে গিয়ে তার পরিবর্তে Wh-word বসেছে এবং বাকি অংশের কোনো পরিবর্তন হয়নি।

Object অংশের গঠনঃ যদি Wh-word টি Assertive sentence এর Object অংশের পরিবর্তে ব্যবহার করতে হয় অর্থাৎ object অংশের নিচে যদি দাগ থাকে তাহলে ও দাগ দেয়া object অংশটি উঠে গিয়ে প্রথমে Wh-word বসে তারপর Auxiliary verb বসে তারপর subject বসে এবং শেষে মূল verb বসে। Shortcut: object অংশ উঠে গিয়ে প্রথমে Wh-word+auxiliary verb+subject+মূল verb.

উদাহরণ
Q- Rakib is playing football.
A- What is Rakib playing?
Q- I am watching Television.
A- What are you watching?
Q- My mother makes dresses.
A- What does your mother make?

[Note: Sentence টি Present indefinite হলে auxiliary verb ব্যবহারের ক্ষেত্রে subject অনুযায়ী "Do/Does" বসে, Past indefinite হলে "Did" বসে এবং অন্যান্য Tense হলে Auxiliary verb উল্লেখ থাকে সেটাই ব্যবহার করতে হয়। যেমনঃ
Q- I eat rice.
A- What do you eat?
Q- Mother cooks food.
A- What does mother cook?
Q- He went home.
A- Where did he went?
Q- They are watching tv.
A- What are they watching?]

Be verb

যদি sentence টি তে Be verb (am,is,are,was,were)  মূল verb হিসেবে থাকে তাহলে WH-question এ রূপান্তর করার সময় উক্ত Be verb ই Auxialiary verb হিসেবে subject এর পূর্বে বসে। তারপর আর অতিরিক্ত কোনো মূল verb লিখতে হয়না। যেমনঃ
Q- He is a doctor.
A- What is he?
Q- I am a student.
A- What are you?
Q- They were happy.
A- How were they?


Have verb

যদি প্রদত্ত বাক্যে have verb (have,has,had) মূল verb হসেবে থাকে এবং object অংশের নিচে দাগ থাকে তাহলে WH-question এ রূপান্তর করার সময় উক্ত have verb টি মূল verb এর কাজ করবে। এক্ষেত্রে auxiliary verb হিসেবে  subject ও Tense অনুযায়ী Do verb (do,did,does) বসবে তারপর subject বসবে এবং শেষে মূল verb হিসেবে শুধুমাত্র have বসবে। কেননা যদি কোনো বাক্যে auxiliary verb হিসেবে Do verb (do,did,does) থাকে তাহলে মূল verb এর পিওর present form হয় অর্থাৎ মূল verb এর সাথে "s/es" থাকলেও তা উঠে যায়।   যেমনঃ
Q- I have a pen.
A- What do you have?
Q- He has a car.
A- What does he have?
Q- Rakib had a beautiful story book.
A- What did Rakib have?

পরবর্তী পাঠে আমরা জানবো কোন কোন ক্ষেত্রে কোন Wh-word ব্যবহৃত হয়। 


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন